HEADMASTER



প্রধান শিক্ষকের বাণী
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’
পরিবার, সমাজ ও প্রকৃতি থেকে প্রতিটি মানুষ জীবনের প্রথম পাঠ গ্রহণ করে, আর প্রতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জন করে শিক্ষা ও সনদ। তাই বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানবিত্তিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকা পালন করে আসছে। শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদন্ড, জাতির বিবেক। শিক্ষা অর্জন ছাড়া কোন মানুষ পূর্ণাঙ্গ রূপ পায় না। মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু ও প্রসারের ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে 1996 সালে অত্র প্রতিষ্ঠানটি সন্দ্বীপের তৎকালীন মাননীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান ও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তি এবং সমাজ সেবকদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় মূল্যবোধ প্রসারে ম্যানেজিং কমিটির সম্মানীত সদস্যদের তত্ত্বাবধানে সুযোগ্য ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-5 সহ প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। উল্লেখ্য, জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতি বছরই বৃত্তি পেয়ে আসছে। পাঠাগার, বিজ্ঞানার ও কম্পিউটার ল্যাব, কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ বিদ্যালয়টির ভৌত অবকাঠামো সুবিধা বিধ্যমান। এছাড়াও বয়েজ স্কাউট, গালর্স-ইন-স্কাউটি, বিভিন্ন ধর্মীয় ও সাস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কার্যক্রম নিয়মিত ভাবে হয়ে আসছে। কাঙিখত ফলাফল অর্জনের জন্য ত্রিমূখী প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রয়াস অনস্বীকার্য। প্রতিষ্ঠানটিকে আরো সুন্দরভাবে এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। কেবল কৃতী শিক্ষার্থী তৈরি নয়; ভবিষ্যতের সৃজনশীল মানুষ তৈরীর মাধ্যমে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ গড়ার কাফেলায় শামিল হওয়ার জন্য আমার দৃঢ় প্রত্যয়ী।