PRESIDENT




সভাপতির বাণী

একটি গণতান্ত্রিক, বিজ্ঞানভিত্তিক, গণমূখী, বাস্তবানুগ ও প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ২০২১ খ্রিস্টাব্দের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা জনন্ত্রেী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষা জাতির মেরুদন্ড। শিশুর মেধা বিকাশে শিক্ষার বিকল্প নেই। সেই শিক্ষার ধারক ও বাহক শিক্ষকের এ মহান ব্রত পালনের জন্য সুষ্ঠু, সুন্দর পরিবেশ সমৃদ্ধ প্রকৃত আদর্শ স্কুল প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদারতা, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ, বৃদ্ধিবৃত্তি ও সৃজনশীল কর্মপন্থা উন্মেষের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি শিক্ষকদের ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করার মানসিকতা থাকাও প্রয়োজন বলে মনে করছি। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ, মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন, কম্পিউটার ল্যাব স্থাপন, মাসিক বৃত্তি প্রদান, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী ও শিক্ষকদের জন্য অবসর ভাতার ব্যবস্থা করেছেন। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন করে শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষকমন্ডলীদের সাথে সাথে দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ একান্ত অপরিহার্য। সেই লক্ষ্য পূরণের প্রয়াসে আমার উপর অর্পিত দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকে সূধী, সুযোগ্য শিক্ষকমন্ডলী ও অভিভাবকের সমন্বিত আন্তরিক প্রচেষ্ঠায় এ প্রতিষ্ঠানকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিয়ে যেতে চাই এর কাঙ্খিত লক্ষ্যে। যারা এ প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ এ পর্যায়ে এসেছে, সর্বোপরি তাদের প্রতি অভিনন্দন এবং যারা ইতিমধ্যেই পরলো্কগমন করেছেন তাদের রুহের মাগফেরাত কমনা করছি।
আসুন, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এ বিদ্যাপিঠের সুনাম উত্তরোত্তর বৃদ্ধির জন্য একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। আল্লাহ্ আমাদের সহায় হউন।